টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস। এই উপলক্ষে সোমবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেনের পুষ্পর্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়।
এরপর সংসদ সদস্য, উপজেলা পরিষদসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে শোক র্যালী, আলোচনা সভা, গণভোজ ও দোয়া মাহফিল।
বিডি-প্রতিদিন/১৫ আগস্ট, ২০১৬/মাহবুব