চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পারিবারিক বিরোধের জেরে ফাইজুদ্দিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ফাইজুদ্দিন আলীনগর ইউনিয়নের মকরমপুর গ্রামের আনারুলের ছেলে। রোববার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে গোমস্তাপুর উপজেলার মকরমপুর এলাকায় তার নিকট আত্মীয় আমির হামজা এই ঘটনা ঘটায়।
এই ঘটনায় ঘাতক আমির হামজার এক সহযোগী আমিনকে আটক করেছে পুলিশ। গোমস্তাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম জানান, নিহত ফাইজুদ্দিন ও আমীর হামজার পরিবারের সাথে বেশ কিছুদিন যাবত পারিবারিক বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরেই আমির হামজা ধারালো অস্ত্র দিয়ে পেছন থেকে ফাইজুদ্দিনকে কুপিয়ে হত্যা করে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার ও আমীর হামজার সহযোগী আল আমিনকে আটক করেছে।
বিডি প্রতিদিন/১৫ আগস্ট ২০১৬/হিমেল-১৪