লক্ষ্মীপুরে ২০০ পিস ইয়াবা এবং ইয়াবা প্যাকেটজাত করার মেশিনসহ জসীম উদ্দিন শাহীন ও আফজাল হোসেন নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে পৌর শহরের বাঞ্চানগর গ্রামের রেহান উদ্দিন ভূঁইয়া সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহীনের বিরুদ্ধে ৪টি ও আফজালের বিরুদ্ধে ২টি মাদক আইনে মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। গ্রেফতারকৃতরা ওই এলাকার বাসিন্দা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও পলিথিনের প্যাকেটজাত করার একটি মেশিন উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৭ আগস্ট,২০১৬/মাহবুব