নীলফামারীর ডোমার উপজেলার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৬) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ রাজিউর রহমান।
জানা গেছে, সকালে ডোমার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পুকুরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। যুবকের পরণে প্যান্ট, গায়ে জামা রয়েছে। প্যান্টের পকেটে রয়েছে মোবাইল।
ওসি আহমেদ রাজিউর রহমান জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/১৭ আগস্ট, ২০১৬/মাহবুব