‘জঙ্গি ও সন্ত্রাস নয়, শান্তি চাই’ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে সাদা পতাকা নিয়ে শান্তি র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সকালে মানবাধিকার ফোরাম ও অধিকার মঞ্চ এ কর্মসূচির আয়োজন করে।
এ উপলক্ষে সকাল ১১টার দিকে শহরের পুরাতন ডিসিকোর্ট চত্বর থেকে সাদা পতাকা হাতে নিয়ে এক র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পোষ্ট অফিস মোড়ে ফিরে এক মানববন্ধনে মিলিত হয়।
ঘণ্টাব্যাপী এই মানববন্ধন চলাকালে বক্তৃতা দেন, ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, মানবাধিকার ফোরামের সভাপতি আমিনুর রহমান টুকু, সনাকের আহবায়ক এনএম শাহজালাল প্রমুখ। বক্তারা জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
বিডি প্রতিদিন/১৭ আগস্ট ২০১৬/হিমেল-১৬