কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ব শত্রুতার জেরে আলহাজ্ব ফরিদ মিয়া নামের এক মুক্তিযোদ্ধার বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর (কেন্ডা) গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আলহাজ্ব ফরিদ মিয়ার সাথে কিছুদিন আগে কতিপয় ব্যক্তির ঝগড়া হয়। এরই জের ধরে দুর্বৃত্তরা মঙ্গলবার গভীর রাতে তার বসতঘরের জানালা খোলা থাকা একটি কক্ষে আগুন লাগিয়ে দেয়। এতে ওই কক্ষের খাট ও তোষকসহ প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে যায়। এসময় কক্ষে কোন মানুষ ছিল না। পাশের কক্ষের লোকজন অবস্থা বুঝতে পেরে আগুন নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে গতকাল বুধবার সকালে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার মোসলেহ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ও স্থানীয় ঘোলপাশা ইউপি চেয়ারম্যান কাজী জাফর আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিডি-প্রতিদিন/১৭ আগস্ট, ২০১৬/মাহবুব