আজ ১৭ আগষ্ট দেশব্যাপী জেএমবি’র সিরিজ বোমা হামলার ১১তম বার্ষিকী। ২০০৫ সালের এই দিনে একযোগে চাপাইনবাবগঞ্জের ৮ স্থানে জেএমবি ক্যাডাররা বোমা বিষ্ফোরণ ঘটায়।
এতে সারাদেশের মধ্যে একমাত্র চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বরূপনগরের রিক্সাচালক রবিউল ইসলাম সাদ্দাম (৩০) নিহত ও রবিদাস এবং রবি নামে ২ জন আহত হয়। শাহনেয়ামতল্লাহ কলেজ মোড়ে এই ঘটনা ঘটে।
শহরের প্রবেশদ্বার শাহনেয়ামতুল্লাহ কলেজ গেটে জেএমবি’র চাঁপাইনবাবগঞ্জের ডেপুটি কমান্ডার সাখাওয়াত হোসেন এই বোমা বিষ্ফোরণ ঘটায় বলে জানা যায়।
এই ঘটনায় হত্যা ও বিষ্ফোরক আইনে দুটি মামলা হয় এবং বিষ্ফোরক মামলায় রাজশাহী বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে ঘাতক সাখাওয়াতের যাবজ্জীবন কারাদণ্ড হলেও দীর্ঘ ১১ বছরেও নিহত সাদ্দাম হত্যার বিচার আজও হয়নি।
পৌর এলাকার স্বরূপনগরের সরকারী খাস জমিতে বাস করতেন নিহত রিক্সাচালক রবিউল ইসলাম সাদ্দামের বৃদ্ধ মা সইফুরা বেওয়া (৯০)। একদিকে ছেলে হারানোর শোক অন্যদিকে দারিদ্রতার কারণে অনাহারে-অর্ধাহারে গত দুই বছর আগে তিনিও মারা যান।
বিডি প্রতিদিন/১৭ আগস্ট ২০১৬/হিমেল-১৭