সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দী ইউনিয়নের ভেন্নাবাড়ী গ্রামে শফিকুল ইসলাম (৩৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ রতনকান্দি ইউনিয়নের নতুন ভেন্নাবাড়ী এলাকার একটি পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে। নিহত শফিকুল ওই গ্রামের মৃত গোলজার হোসেনের ছেলে।
সদর থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা জানান, নতুন ভেন্নাবাড়ীর একটি পাটক্ষেতে শফিকুলের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে দুপুরের দিকে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি আরও জানান, নিহতের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে শফিকুলকে পিটিয়ে হত্যার পর ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
বিডি প্রতিদিন/১৭ আগস্ট ২০১৬/হিমেল-২১