‘এটি জঙ্গিবাদের আস্তানা নয়, এটা আমাদের জন্মভূমি' এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় জঙ্গিবাদ বিরোধি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বেলা সাড়ে ১১ টার সময় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ শরিফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক ছফিউল্লাহ ভূঁইয়া, যুগ্ম সম্পাদক রোকন উদ্দিন প্রমুখ। বক্তারা এসময় জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে বিরুদ্ধে সকলকে রুখে দাড়াতে আহবান জানান।
বিডি প্রতিদিন/১৭ আগস্ট ২০১৬/হিমেল-২২