বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। মেঘলা আকাশের পাশাপাশি পটুয়াখালীর বিভিন্ন এলাকায় দমকা থেকে ঝড়ো হাওয়া ও বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল রয়েছে। পায়রা সমুদ্র বন্দরকে ৩নং সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া পটুয়াখালী নদী বন্দরে ২ নম্বর সংকেত রয়েছে।
নদী বন্দরের নিদের্শে অভ্যন্তরীন সবকটি রুটের ছোট লঞ্চসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। পটুয়াখালী আবহাওয়া অফিস মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত ১৭ দশমিক ০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। সাগরে মাছ ধরতে যাওয়া কুয়াকাটা, আলীপুর-মহিপুর এলাকার ট্রলারগুলো নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করেছে। এদিকে উত্তাল সাগরের জোয়ারের পানির ঢেউয়ে নতুন করে ভাঙ্গন দেখা দিয়েছে কুয়াকাটা সৈকত এলাকায়।
বিডি প্রতিদিন/১৭ আগস্ট ২০১৬/হিমেল-২৩