জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পটুয়াখালী জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে একটি শোক র্যালি বের হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযোদ্ধারা।
পরে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ হালিম এর সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভায় জেলা প্রশাসক কেএম শামিমুল হক ছিদ্দিকী, পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, প্রেসক্লাবের সভাপতি এইচএম আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১৭ আগস্ট ২০১৬/হিমেল-২৫