২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কালো পতাকা মিছিল করেছে ছাত্রলীগ। বুধবার সকাল ১১টায় ক্যাম্পাসে এ কালো পতাকা মিছিল করেন তারা।
ইবি শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে দলীয় টেন্ড থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপুর্ন সড়ক করে একই স্থানে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক অমিত কুমার দাস, যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান শাহিন, আনিচুর রহমান আনিচ, জামিলুর রেজা সেলিম, আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু, নোমান, মুক্তিযুদ্ধ বিষায়ক সম্পাদক আব্দুর রহিমসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।
মিছিল থেকে নেতাকর্মীরা জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ এবং সিরিজ বোমা হামলার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
বিডি-প্রতিদিন/ ১৭ আগস্ট, ২০১৬/ আফরোজ