চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইউসুফ আলী ভূঁঞাকে (৪৮) রহিমা নামে এক স্কুল পরিচালকের সঙ্গে একঘরে রাত কাটানোর অভিযোগে এলাকাবাসি আটক করে পুলিশে দিয়েছে।
এদিকে আপত্তিকর অবস্থায় আটককৃত মহিলা হচ্ছেন শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউস নগর গ্রামের রহিমা বেগম (৩৮)। তিনি মনাকষার হাউসনগর কিন্ডার গার্টেন নামক একটি কেজি স্কুলের পরিচালক।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কোর্টবাজারস্থ উপজেলা শিক্ষা অফিসারের ভাড়া বাসা থেকে স্থানীয়রা তাদের আপত্তিকর অবস্থায় আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। তবে আটক শিক্ষা অফিসার সিরাজগঞ্জের ইউসুফ আলী ভূঁঞা দাবি করেন আটককৃত মহিলা তার দ্বিতীয় স্ত্রী।
এদিকে রহিমা বেগম দাবি করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ কোর্টে গিয়ে এফিডেভিট করে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি তারা বিয়ে করেছেন এবং এ সংক্রান্ত একটি কপি তারা পুলিশকে দিতে পারলেও আটককৃতরা বিয়ের কোন কাবিননামা বা বিয়ের রেজিষ্ট্রেশন দেখাতে পারেননি।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ রমজান আলী জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ শিক্ষা অফিসার ও তার কথিত স্ত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ সংবাদ লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের বা আটককৃতদের গ্রেফতার দেখানো হয়নি। অন্যদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল কাদের জানান, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ ১৮ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন