মাদক বিক্রি ও সেবনের দায়ে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় দুজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হরিণাকুণ্ডু উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন এ কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- হরিণাকুণ্ডু উপজেলার পারবর্তীপুর দক্ষিণপাড়ার সৈয়দ আলী মন্ডলের ছেলে হোসেন ফকির(৫৫) ও একই উপজেলার পারবর্তীপুর আমের চারা গ্রামের আব্দুল খালেকের ছেলে মাহবুব হোসেন(২৬)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে হোসেন ফকির ও মাহবুব এলাকার মাদক বিক্রি ও সেবন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পারবর্তীপুর এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
বিডি প্রতিদিন/ ১৮ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন