বগুড়ায় এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীদের জয়জয়কার। বেশিরভাগ প্রতিষ্ঠানে ভাল ফলাফল অর্জন করায় শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষও বেশ আনন্দিত।
এদিকে ফল প্রকাশের পর পরই বগুড়া শহরের মিষ্টির দোকানে ছিলে সাফল্য পাওয়া শিক্ষার্থী পরিবারের ভিড়। বগুড়া শহরের ৬টি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫শ ৩১ জন।
বগুড়া সরকারী আজিজুল হক কলেজে থেকে এবার ১৬৫৬ জন পরীক্ষায় অংশ নিয়ে ১৬৩০ জন পাশ করেছে, জিপিএ-৫ পেয়েছে ৮৫৫ জন। এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৭০৯ জন। মানবিক বিভাগ থেকে পেয়েছে ৭৪ জন। ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৩৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪০ জন পাশ করেছে, জিপিএ-৫ পেয়েছে ৭২ জন। পাশের হার ৯৮.৪৩ যা বিগত বছরের চেয়ে বেশি।
২০১৫ সালে এ প্রতিষ্ঠান থেকে ১৬২৮ জন পরীক্ষায় অংশ নিয়ে ১৫৭৯ জন কৃতকার্য হয়, এর মধ্যে ৭৪০ জন জিপিএ-৫ পেয়েছিল। বিগত বছরের চেয়ে এবার জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ও পাশের হার বেড়েছে। আগামীতে আরো ভালো ফলাফল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে জানান অধ্যক্ষ প্রফেসর সামস্ উল আলম জয়।
বগুড়া সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজ থেকে ১০৮৩ জন পরীক্ষায় অংশ নিয়ে ৯১৩ জন পাশ করেছে, জিপিএ-৫ পেয়েছে ২৫ জন। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে থেকে ৬৬৯ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩০৮জন। বিজ্ঞান বিভাগ থেকে ৪৩২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪২৭ জন, মানবিক বিভাগ থেকে ৮৬ জনের মধ্যে ৮২ জন এবং ব্যবসায় শিক্ষা শাখার ১৫৮ জনের মধ্যে ১৫১ জন পাশ করেছে। পাশের হার ৯৮.৬৫।
সরকারী শাহ্ সুলতান কলেজ থেকে ১৪১৩ জন পরীক্ষায় অংশ নিয়ে ১১২৪ জন পাশ করেছে, জিপিএ-৫ পেয়েছে ৯৪ জন শিক্ষার্থী। বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ থেকে এবার ২৭১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৭০ জন কৃতকার্য হয়েছে, জিপিএ-৫ পেয়েছে ১২০জন শিক্ষার্থী। এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই পাশ করেছে, জিপিএ-৫ পেয়েছে ১১৮ জন। মানবিক বিভাগ থেকে ৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই পাশ করেছে। ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ৭১ জন পাশ করেছে। পাশের হার ৯৯.৬৩ যা বিগত বছরের চেয়ে বেশি। গত বছর পাশের হার ছিল ৯৯% জিপিএ-৫ পেয়েছিল ৩২ জন। এবার ১২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। আগামীতে শতভাগ পাশ ও আরো বেশি শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জনে প্রচেষ্টা অব্যহত থাকবে বলে জানিয়েছেন অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু।
বগুড়া বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ থেকে ২৭৩ জনের মধ্যে অসুস্থ একজন পরীক্ষার্থী ছাড়া অবশিষ্ঠ সকল শিক্ষার্থীই পাশ করেছে, জিপিএ-৫ পেয়েছে ১২৯জন। এ কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ১৪৮ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০৯ জন, আর কমার্স থেকে ৬৮ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ৬ জন এবং মানবিক শাখা থেকে ৫৭ জন অংশগ্রহণ করে জিপিএ ৫ পেয়েছে ১৪ জন।
বিডি প্রতিদিন/ ১৮ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন