সিরাজগঞ্জের বেলকুচিতে পানিতে ডুবে আব্দুর রহিম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে এঘটনা ঘটে। সে উপজেলার রাজাপুরর ইউনিয়নেরর আমবাড়িয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।
স্থানীয় বাসিন্দা আল মাহমুদ জানান, দুপুরের দিকে শিশু ওয়াপদার কাছে খালের পানিতে খেলা করছিল। এক পর্যায়ে সে খালের উপরে নির্মীত কালভার্ট ব্রীজের উপর থেকে খালের পানিতে লাফ দেয়। এর পর সে তলিয়ে যায়। প্রায় ঘন্টা খানেক পর খোঁজাখুঁজি করে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/ ১৮ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন