নওগাঁর সাপাহার উপজেলায় সাপাহার সরকারী ডিগ্রী কলেজে অনার্স প্রথম বর্ষের এক ছাত্রীর গালে থাপ্পড় মারার অপরাধে একই কলেজের উচ্চ মাধ্যমিক ক্লাশের নাঈম (১৯) নামের এক বখাটের ৬ মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
জানা যায়, আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজ চলাকালীন সময়ে ওই ছাত্র হঠাৎ করে কলেজের অনার্স ১ম বর্ষের এক ছাত্রীর গালে থাপ্পড় মারে। এসময় কলেজে হই হট্রোগোল বেধে গেলে সংবাদ পেয়ে তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ মুনীরুজ্জামান ভূঞাঁ পুলিশ সাথে নিয়ে কলেজে এসে অভিযুক্ত ছাত্র নাঈমকে আটক করেন। পরে নির্বাহী অফিসারের ভ্রাম্যমান আদালতে ওই ছেলে তার নিজের দোষ স্বীকার করায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তার ৬ মাসের বিনাশ্রম কারা দন্ড প্রদান করেন।
বিডি প্রতিদিন/ ১৮ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন