বরিশালের উজিরপুর উপজেলায় কচুয়া এলাকায় বখাটের উৎপাতে অতিষ্ট হয়ে নাদিয়া (১৪) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে আত্মহত্যার চেষ্টা কারী নাদিয়া কচুয়া এলাকার মো. নজরুলের মেয়ে এবং স্থানীয় জনতা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। বখাটে ফয়সাল বালী একই এলাকার শাহজাহান বালীর ছেলে।
ঘটনাস্থল পরিদর্শনকারী উজিরপুর থানার এএসআই সুমন মিয়া জানান, ফয়সাল দির্ঘদিন ধরে নাদিয়াকে উত্ত্যক্ত করে আসছিলো। সকালে স্কুলে যাওয়ার আগে নাদিয়া তার মাকে এসব কথা বলে। বিষয়টি চেপে রাখায় নাদিয়াকে তার মা বকাঝকা করে। এসব কারণে নাদিয়া সবার অজ্ঞাতে কেরসিন পান করে স্কুলে যায়। শ্রেণি কক্ষে গিয়ে নাদিয়া গুরুতর অসুস্থ পড়ে। শিক্ষকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন নাদিয়ার অবস্থা আশংকামুক্ত বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানান এএসআই সুমন মিয়া।
উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক খান জানান, বখাটের উৎপাতে অতিষ্ট হয়ে এক ছাত্রীর আত্মহত্যা চেষ্টার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় নাদিয়ার অভিভাবকদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।
বিডি প্রতিদিন/ ১৮ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন