নাটোরে বিদ্যুৎপৃষ্ট হয়ে দীপ্ত সাহা (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের মল্লিকহাটি পশ্চিমপাড়া এলাকার কিষাণ চানাচুর ফ্যাক্ট্যারীতে কাজ করার সময় এদুর্ঘনা ঘটে।
নিহত দীপ্ত সাহা সিংড়া উপজেলার গাঙ্গইল গ্রামের নৃপেন চন্দ্র সাহার ছেলে। সে নাটোর শহরের জেলে পাড়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতো।
চানাচুর ফ্যাক্ট্যারীর মালিক মিন্টু ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকালে কারখানা শ্রমিক দীপ্ত কারখানার ভিতরে কাজ করছিল। এ সময় অসাবধানতা বশত সে বিদ্যুতায়িত হয়ে আহত হয়। পরে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাটোর আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ আবু সাইদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ ১৮ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন