পরীক্ষায় ফেল করায় নওগাঁর পত্নীতলা উপজেলার চক দুর্গাআইয়াম গ্রামে শান্ত রানী (১৮) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। শান্ত রানী পত্নীতলা উপজেলার চক দুর্গাআইয়াম গ্রামের দরিদ্র দুলাল চন্দ্রের মেয়ে। সে স্থানীয় নজিপুর সরকারি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো।
পত্নীতলা থানার ওসি আজিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে পরীক্ষার ফলাফল নিতে কলেজে যায় শান্ত রানী। ফলাফলে নিজের রোল না থাকায় বাড়ি ফিরে শয়নঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। ঘটনা টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শান্ত রানীর মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়। এ বিষয়ে রাত ৯টায় পত্নীতলা থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/ ১৮ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন