নোয়াখালীর হাতিয়া উপজেলায় বোমা তৈরির সময় বিস্ফোরণে দুই যুবক আহত হয়েছে।
বৃহস্পতিবার দিনগত রাত ৮টার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের বাঁন্দের গোড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় আহত ওই দুইজনকে আটক করে হাতিয়া থানা পুলিশ।
আহতরা হলেন- আফসার (৩০) ও আলাউদ্দিন (৩৫)।
বিষয়টি জানিয়েছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।
পুলিশ সূত্রে জানা গেছে, ইউনিয়নের বাঁন্দের গোড়া এলাকার একটি দোকানের পিছনে বসে নাশকতার জন্য বোমা তৈরি করছিলো তারা। এ সময় অসাবধানতাবশত বোমা বিস্ফোরণে দুইজনই আহত হয়।
পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আফসারের হাতের কব্জি উড়ে গেছে।
ওসি ওমর ফারুক জানান, এ ঘটনায় বিস্ফোরকদ্রব্য ও নাশকতার অভিযোগে মামলা করার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/ ১৮ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন