বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মোতালেব (৩৫) ও বাহাদুর (৪০) নামে দুই ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার বাইশারি ইউনিয়নের দুর্গম শিয়া পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত চারটার দিকে ডাকাতি প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ রাউন্ড গুলি, একটি বন্দুক, একটি ছুরি এবং দু'টি রামদা উদ্ধার করা হয়।
গ্রেফতারদের নামে কক্সবাজারের রামু ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি বাইশারি পুলিশের তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবু মুছা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ