জয়পুরহাটে পুলিশ লাইনসের পুকুর থেকে এক এএসআইয়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম।
নিহত শাহ আলম (৩২) পাবনা জেলার চাটমোহর উপজেলার চলনবিন গ্রামের জহির রায়হানের ছেলে।
পুলিশ সুপার বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গোসল করার জন্য ব্যারাক থেকে বের হন শাহ আলম। পরে তিনি ফিরেছেন কিনা তা কারও নজরে পড়েনি। সন্ধ্যার দিকে খোঁজাখুঁজি শুরু করে তার সহকর্মীরা। পরে পুকুরপাড়ে তার গামছা, লুঙ্গি ও স্যান্ডেল দেখে পানিতে খোঁজ করা হলে মরদেহ পাওয়া যায়।
শাহ আলম মাসখানেক আগে জয়পুরহাট গোয়েন্দা পুলিশে যোগ দেন বলে জানান পুলিশ সুপার।
বিডি-প্রতিদিন/এস আহমেদ