নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর পর্যটন এলাকায় যাত্রীবাহী নৌকা ডুবিতে নিখোঁজ আরও দুই মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার হয়েছে। তারা হলেন- চর ফকিরার সৈয়দ আজগর আলী দাখিল মাদ্রসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী রাবিতা ও অষ্টম শ্রেণির ছাত্রী ফাতেমা।
কোম্পানীগঞ্জ থানার ওসি সৈয়দ ফজলে রাব্বি জানান, শুক্রবার সকালে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধার কর্মীরা ঘটনাস্থল থেকে চার কিলোমিটার দূরে ছোট ফেনী নদীর কিনারা থেকে ভাসমান অবস্থায় মরদেহ দু'টি উদ্ধার করেন। নিহত রাবিতা (১২) সৈয়দ আজগর আলী দাখিল মাদ্রসার শিক্ষাক নুরুল আনোয়ারের মেয়ে এবং ফাতেমা (১৪) চর ফকিরা গ্রামের আবুল কালামের মেয়ে। মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার বিকেলে সৈয়দ আজগর আলী দাখিল মাদ্রসার ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকরা মুছাপুর 'ক্লোজারে' বেড়াতে যান। এ সময় তারা একটি নৌকায় চড়ে নদীতে বেড়াতে বের হন। নৌকাটিতে ৩০ জনের ধারণ ক্ষমতা থাকলেও অর্ধশত যাত্রী নেওয়ায় নৌকাটি ডুবে যায়। ঘটনার পর পরই স্থানীয় লোকজন কামরুন নেছা ফেন্সী নামে একজনের মরদেহ উদ্ধার করে। নিখোঁজ হয় তিনজন। চাঁদপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবরি দল বৃহস্পতিবার ভোর থেকে ছোট ফেনী নদীতে উদ্ধার কাজ চালায়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ