চাকরিক্ষেত্রে সকল প্রকার ঘুষ, দুর্নীতি, দলীয়করণ বন্ধ করাসহ সাত দফা দাবিতে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে মানববন্ধন করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন। শুক্রবার বেলা সাড়ে ১০টায় এ মানববন্ধন করা হয়।
এতে বক্তৃতা দেন, চুয়াডাঙ্গা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি নওশের আলী, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, কবি ও ছড়াকার খালেকুজ্জামান, বেসরকারি সংগঠন রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম ও শিক্ষার্থী সুমন আলী। পরে নেতৃবৃন্দ গণস্বাক্ষর সংগ্রহ ও গণপরিবহনে দাবি সম্বলিত স্টিকার লাগানো কর্মসূচি পালন করেন।
বিডি প্রতিদিন/১৯ আগস্ট ২০১৬/হিমেল-০৬