ঢাকায় টেক্সস্টাইল ইনস্টিটিউটের ছাত্রী আফসানা ফেরদৌসী হত্যার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন। নেত্রকোনা জেলা ছাত্র ইউনিয়নের উদ্যোগে শুক্রবার সকাল ১১টায় সাতপাইস্থ কমিউনিস্ট পার্টির কার্যালয় থেকে পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহর প্রদক্ষিন করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। পরে শহীদ মিনারের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সঙ্গীতা সরকার, সদস্য আওলাদ হোসেন রনিসহ অন্যরা। এ সময় বক্তারা আফসানা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্থিসহ দেশে ঘটে যাওয়া সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানায়।
বিডি প্রতিদিন/১৯ আগস্ট ২০১৬/হিমেল-০৭