রাজশাহী গোদাগাড়ীতে এক কোটি টাকার মূল্যের এক কেজি হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর হরিশপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে বাবুল ওরফে বাবু (৪০) এবং একই উপজেলার বিলাত মুলের গাঁ গ্রামের তুফানীর ছেলে কালু (২৮)।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আবু ফরহাদ জানান, আটক ব্যক্তিরা চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি পিকআপ ভ্যানে (ঢাকা মেট্রো ন-১৮-৭৭১১) করে গোদাগাড়ীর সুলতানগঞ্জ-মাধবপুর রাস্তা দিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পিকআপ ভ্যানটি তল্লাশি করা হয়। এক পর্যায়ে পিকআপের ভেতর এক কেজি হেরোইন পাওয়া যায়। এ সময় হেরোইন চোরাচালানের অভিযোগে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। আর জব্দ করা হয় পিকআপ ভ্যানটি।
ওসি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। পরে সকালেই তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/১৯ আগস্ট ২০১৬/হিমেল-০৯