ভোলার মনপুরার মেঘনা নদীর বদনার চর এলাকায় শুক্রবার সকালে মাছ ধরার সময় ৫ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। এসময় জলদস্যুদের ছোড়া গুলিতে ২ জেলে আহত হয়েছে। পরে মোবাইল ফোনে জিম্মিকৃত জেলেদের ছাড়তে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে জলদস্যু বাহিনী। অপহরণ হওয়া জেলেরা হলেন- ফারুক মাঝি, মোঃ নেছার, আবুল বাসার, জাহাঙ্গির ও জাফর মাঝি।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মত মনপুরা ইউনিয়নের পূর্ব পাশের বদনার চর সংলগ্ন মেঘনা নদীতে ইলিশ মাছ ধরার জন্য জেলেরা জাল ফেলে। এসময় জলদস্যু বাহিনী দেশীয় অস্ত্র ও বন্দুক নিয়ে জেলেদের চারিদিক থেকে ঘিরে ফেলে এবং এলোপাথারি গুলি ছুড়তে থাকে।
জলদস্যু বাহিনীর ছোড়া গুলিতে মনির মাঝি ও জেলে ছালাউদ্দিনসহ অন্তত ১০ জেলে আহত হয়। দুপুরে জলদস্যুরা মোবাইল ফোনে জিম্মিকৃত জেলেদের ছাড়তে পরিবারের কাছ থেকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
মনপুরা থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহৃত জেলেদের উদ্ধারে পুলিশী তৎপড়তা অব্যহত আছে।
বিডি প্রতিদিন/১৯ আগস্ট ২০১৬/হিমেল-১০