ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী ও নড়াইলের মেয়ে প্রয়াত শুভ্রা মুখার্জির (গীতা মুখার্জী) প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে দুই দিনব্যাপী নানা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার বিকেলে শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের আয়োজনে প্রয়াত শুভ্রা মুখার্জির অনুদানে নির্মিত সদরের তুলারামপুরের মামা বাড়িতে শ্রী শ্রী গোপাল মন্দির ও কালী মন্দির প্রাঙ্গণে প্রয়াতের স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড.মশিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। অনুষ্ঠানে উদ্বোধন করবেন ভারতের হাইকমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রিংলা।
উল্লেখ্য, নড়াইলের মেয়ে শুভ্রা মুখার্জি ২০১৫ সালের ১৯ আগস্ট ভারতের আর্মি হসপিটাল (রিসার্চ অ্যান্ড রেফারেল) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সদরের ভদ্রবিলা ইউনিয়নের ভদ্রবিলা গ্রামে চিত্রা পাড়ের জমিদার অমরেন্দ্র ঘোষের মেয়ে শুভ্রা ঘোষ ( শুভ্রা মুখার্জীর ডাক নাম গীতা)। এ বাড়িতেই ১৯৪৩ সালের ১৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি। ১৯৫৫ সালে তিনি পশ্চিমবঙ্গে চলে যান। ১৯৫৭ সালের ১৩ জুলাই রবীন্দ্রসঙ্গীত শিল্পী শুভ্রা ঘোষের সঙ্গে প্রণব মুখার্জির বিয়ে হয়। ওই সময় তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তেন।
বিডি প্রতিদিন/১৯ আগস্ট ২০১৬/হিমেল-১৩