নিখোঁজের ২দিন পর খানসামায় আব্দুল আসাদ নামে এক স্কুল ছাত্রের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত ছাত্র আব্দুল আসাদ খানসামা উপজেলার ভাবকী ইউপি'র দেউল গাঁ গ্রামের দরগাঁর ডাঙ্গাপাড়ার সুরত আলীর পালিত ছেলে। সে চক্কাঞ্চন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণিতে পড়তো।
খানসামার ইউপি ভাবকী চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম জানান, শুক্রবার সকালে স্থানীয়রা নিহত ছাত্রের বাড়ির পাশ্ববর্তী বাঁশ ঝাঁড়ের ভেতরে আব্দুল আসাদ(১০) মরদেহটি পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেন।
পরে পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের পালিত পিতা সুরত আলী সাংবাদিকদের জানান, ১৭ আগস্ট সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হয় আসাদ, অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া না গেলে বৃহস্পতিবার এলাকায় মাইকিং করা হয়।
নিহতের চাচা আনসার আলী জানান, সুরত আলীর কোন ছেলে সন্তান না থাকায় নিহত আসাদের যখন ২ বছর তখন তাকে পোষ্য পুত্র হিসেবে গ্রহণ করে। নিহতের জন্মদাতা পিতা হচ্ছে একই উপজেলার আগ্রা গ্রামের মিয়াজী পাড়ার মোঃ সাবের আলী।
খানসামা থানার ওসি আব্দুল মতিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসাদের গলায় কাঁচা পাট জড়ানো ও মুখে অ্যাসিড মেখে পোড়ানো অবস্থায় ছিল। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পালিত বাবা ও মাকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ১৯ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন