বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন, সরকার রাজনৈতিক শিষ্টাচার জানে না। কথায় কথায় জেল, জুলুম, খুন ও গুমের শিকার হচ্ছে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীরা।
তিনি শুক্রবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্বেচ্ছাসেবক দলের বগুড়া জেলা সভাপতি শাহ মোঃ মেহেদী হাসান হিমুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদীন চাঁন, উপদেষ্টা ও কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা, স্বেছ্চাসেবক দলের সাধারণ সম্পাদক খান জাহাঙ্গীর, বাদশা সরকার, মাহবুব হাসান লেমন, আবু নূর মোঃ ওয়ালিদ, সাইমুম হোসেন, আবু জিহাদ সন্তোষ, জিএম আলী হাসান নারুন, জহুরুল ইসলাম পলাশ, আতিক, সুরাইয়া জেরিন রনি, লিটন শেখ বাঘা, মোশারফ হোসেন স্বপন, আব্দুল মান্নান, শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
বিডি প্রতিদিন/ ১৯ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন