হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার ধর্মঘর ইউনিয়নের বীরসিংহ গ্রামে এ ঘটনা ঘটে।
ভাবী ও ভাতিজিসহ তিনজনকে হত্যার অভিযোগে স্থানীয়রা তাহের মিয়া নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বীরসিংহ গ্রামের তাহের মিয়া এবং তার ভাই সৌদি আরব প্রবাসী গিয়াস উদ্দিনের মাঝে দীর্ঘদিন ধরে সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার রাতে তাহের মিয়া ঘরে ঢুকে ছুরি দিয়ে গিয়াস উদ্দিনের স্ত্রী জাহানারা বেগম (৪০) ও তার মেয়ে শারমিন বেগমের (২৭) গলায় কোপ দেয়। এ সময় তাদের প্রতিবেশী শিমুল মিয়া (২৫) এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে তাহের। ঘটনাস্থলেই মারা যান জাহানারা বেগম। মুমূর্ষু অবস্থায় শারমিন ও শিমুলকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, হামলায় আহত হয়েছে জাহানারার ছেলে সুজাত মিয়া (১৩)। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার আরেক ছেলে আরিফ মিয়া জার্মান প্রবাসী।
বিডি-প্রতিদিন/এস আহমেদ