বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে মালা আক্তার (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের পুকুরে পড়ে তার মৃত্যু হয়। মালা ওই গ্রামের শাহ্ আলম হাওলাদারের মেয়ে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিলো।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অভ্র মিত্র জানান, খেলার সময় বাড়ির পাশের পুকুরে পড়ে নিখোঁজ হয় মালা। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্বজনরা। হাসপাতালে আনার আগেই মালার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ