আশুলিয়ার নেশার টাকা না পেয়ে তৈরী পোশাক কারখানার শ্রমিক রোমানা আক্তার নামে এক গৃহবধূকে এসিড নিক্ষেপ করেছে প্রাক্তন স্বামী। এ ঘটনায় গৃহবধূর প্রাক্তন স্বামী হানিফ শেখকে গণপিটুনী দিয়ে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী। সোমবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার বলিবদ্র বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হানিফ সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন ঝাউল গ্রামের আবদুল কুদ্দুস শেখের ছেলে।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি/তদন্ত) আকবর আলী খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, নেশারা টাকা না দেওয়ায় সাবেক স্ত্রীকে পিটিয়ে আহত করে তার শরীরে এসিড ঢেলে দেয় হানিফ। স্থানীয়রা হানিফকে থানায় সোপর্দ করেছে।
দ্রুত উদ্ধার করে এসিডদগ্ধ গৃহবধূকে প্রতিবেশীরা প্রথমে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিডি প্রতিদিন/৩০ আগস্ট ২০১৬/হিমেল-০১