বগুড়ার শেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ যে দুই জঙ্গি নিহত হয়েছেন তাদের একজন নতুন জঙ্গি সংগঠন ‘আনসার রাজশাহী’র মাস্টারমাইন্ড আবু ইব্রাহীম ওরফে তারেক ওরফে রিপন (২৫)।
এছাড়া তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। এই রিপনকেই খুঁজছিল রাজশাহী মেট্রোপলিটন এবং জেলা পুলিশ।
বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরফান আলী জানান, বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত হওয়ার ঘটনায় সোমবার রাতে থানার উপপরিদর্শক (এসআই) এবাদ আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এজাহারে রিপনের পুরো নাম লেখা হয়েছে, আবু ইব্রাহীম ওরফে তারেক ওরফে রিপন। রিপন রাবি শিক্ষক হত্যা মামলার আসামি। তাই তার ব্যাপারে এ মামলার তদন্ত কর্মকর্তা রাজশাহী নগর পুলিশের পরিদর্শক রেজাউস সাদিককে বার্তা পাঠানো হয়েছে। তবে রিপন ‘আনসার রাজশাহী’র মাস্টারমাইন্ড কী-না তা তিনি জানেন না।
গত ১৬ আগস্ট রাজশাহীর বাগমারায় জঙ্গি সংগঠন ‘আনসার রাজশাহী’র সন্ধান পায় পুলিশ। ওই দিন সংবাদ সম্মেলন করে রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মোয়াজ্জেম হোসেন জানিয়েছিলেন, সংগঠনটির মাস্টারমাইন্ডের নাম আবু ইব্রাহীম ওরফে তারেক ওরফে রিপন। এই নামটি শেরপুরে নিহত জঙ্গি রিপনের নামের সঙ্গে পুরোটিই মিলে গেছে।
বিডি প্রতিদিন/ ৩০ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন