চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডিত পলাতক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার গোলাম রহমান (৫০) উপজেলার দক্ষিণ পুঁইছড়ি পণ্ডিতকাঠা এলাকার বাসিন্দা।
সোমবার রাতে পুঁইছড়ি এলাকা থেকে এ আসামিকে গ্রেফতার করা হয় বলে জানান বাঁশখালী থানার ওসি মো. আলমগীর।
গোলাম রহমান ২০০৯ সালে এক তরুণীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত হয়। ২০১৩ সালে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল গোলাম রহমানকে যাবজ্জীবন সাজা দেয়।
ওসি আলমগীর বলেন, রায়ের পর থেকে গোলাম রহমান পলাতক ছিলেন। সোমবার রাতে তিনি পুঁইছড়ি এলাকায় অব্স্থান করছেন খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
বিডি প্রতিদিন/ ৩০ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন