লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস ঢাকা এক্সপ্রেস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিক্সা চালক রুস্তম আলী (২৮) ও নাজমা আক্তার নামের সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এসময় আরো ৫ সিএনজি যাত্রী গুরুতর আহত হন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে রায়পুর-ঢাকা মহাসড়কের মাইলের মাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য একই হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
নিহত নাজমা সদর উপজেলার নন্দনপুর গ্রামের জিল্লাল হোসেনের মেয়ে ও রুস্তম আলী একই গ্রামের ঈমান আলীর ছেলে। আহতরা হলেন, ফেন্সী, জহির, কুলছুম বেগম, মুন্নি আক্তান ও পারভীন আক্তার।
প্রত্যক্ষদর্শী আবুল কাশেম ও আহত পারভীন আক্তার জানান, রায়পুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব, ১৪-৩৪৯৭) ও দালাল বাজার থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিক্সা (লক্ষ্মীপুর-থ, ১১-৫৪৮৬) ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজি অটোরিক্সা দুমড়ে মুচড়ে গিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক রুস্তম ও নাজমা নিহত হন। আহত আরো ৫ জন। এসময় বিক্ষুব্ধ জনতা বাসটি ভাংচুরের চেষ্টা চালায়। পরে পুলিশ ও ফায়ার সাভির্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত বাসটিকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ৩০ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন