ময়মনসিংহের ত্রিশালে ইউপি সদস্য মোনামের (২৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ। নিহত মোনাম উপজেলার রামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।
ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ইউডি মামলা হয়েছে।
ত্রিশাল থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার সকালে ওই ইউপি সদস্যের বাড়ির পাশে একাশি গাছে ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে ত্রিশাল থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/ ২৫ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন