লালমনিরহাটের হাতীবান্ধা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালেয়ে ৪০ কেজি গাঁজাসহ ফরিদুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার ভোরে উপজেলার বারইপাড়া কালিবাড়ী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ফরিদুল ইসলাম হাতীবান্ধা উপজেলার কালিবাড়ী গ্রামের কমর উদ্দিনের ছেলে।
জানা যায়, পুলিশের অভিযানের খবর পেয়ে ফরিদুলের তিন সহযোগী পালিয়ে যায়। আর আটককৃত ফরিদুলকে আজ দুপুরে আদালতে সোর্পদ করে পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার