নাটোরের বড়াইগ্রাম পৌরসভার উদ্যোগে আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে উদযাপন উপলক্ষে মঙ্গলবার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর হলরুমে মেয়র আব্দুল বারেক সরদারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহরিয়ার খান, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, প্যানেল মেয়র জালাল উদ্দিন জোয়ার্দার, লক্ষীকোল বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রী রঞ্জিৎ কুমার কুন্ডু, ব্যবসায়ী অনুপ কুমার কুন্ডু, পৌর জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আযাদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল বারেক ও পৌর সচিব জালাল উদ্দিন বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/ ০৪ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম