নেত্রকোনা জেলা শহরের হোসেনপুরে বুলবুল (২২) নামে এক চা দোকানদারের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, হোসেনপুর এলাকার ফুল মিয়ার পুত্র চা দোকানদার বুলবুলের লাশ মঙ্গলবার সকালে বাড়ীর পাশে নদীর তীরবর্তী একটি গাছে ঝুলতে দেখে এলাকাবাসী। এরপর তারা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নেত্রকোনা মডেল থানার ওসি মোহাম্মদ আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে বুলবুল গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে থাকতে পারে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/০৪ অক্টোবর ২০১৬/হিমেল