বরিশালের হিজলা উপজেলার নুরুন্নাহার বেগম (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার গৌরবদী ইউনিয়নের চরকুসুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় বুধবার সকাল ৯টার দিকে স্থানীয়রা ধান ক্ষেতে পালিয়ে থাকা স্বামী কবিরকে (২৪) আটক করে পুলিশে সোপর্দ করে।
জানা যায়, আটককৃত কবির ওই গ্রামের নূরুল হক সরদারের ছেলে। একই গ্রামের আ. রাজ্জাক বেপারীর মেয়ে নুরুন্নাহার বেগমের (২২) সঙ্গে ৭ বছর আগে কবির সরদারের বিয়ে হয়। মঙ্গলবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। সকালে কবির স্ত্রীর মরদেহ ঘরে রেখে পার্শ্ববর্তী ধান ক্ষেতে পালিয়ে থাকলে স্থানীয়রা সেখান থেকে তাকে আটক করে।
হিজলা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুজ্জামান বলেন, এ ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/ ৫ অক্টোবর ২০১৬/হিমেল