‘থাকবে বাঘের হুংকার, থাকবে সুন্দরবন, ডিজিটাল বাংলাদেশে হবে বিদ্যুৎ উৎপাদন’ এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটের রামপালে তাপ বিদ্যুৎ কেন্দ্র দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে জেলা তাঁতী লীগের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে কয়েকটি সামাজিক সংগঠন একাত্মতা প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, নকীব নজিবুল হক নজু, জেলা তাঁতী লীগের আহ্বায়ক তালুকদার আব্দুল বাকী, পৌর কাউন্সিলর তানিয়া খাতুন প্রমুখ।
বক্তারা বলেন, রামপালে তাপ বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছে তারা দেশের উন্নয়নসহ বিদ্যুৎ চায় না। বর্তমান সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পরিবেশের কথা বলে নানা বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা অবিলম্বে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শেষ করার দাবি জানান।
বিডি-প্রতিদিন/ ০৫ অক্টোবর, ২০১৬/ আফরোজ