লক্ষ্মীপুরে ৭টি সৃজনশীল প্রশ্ন বাতিল করে ৬টি বহালের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বুধবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ এর আয়োজনে এতে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা বলেন, ৭টি সৃজনশীল প্রশ্ন করে শিক্ষার্থীদের হেনস্থা করা হচ্ছে, পরীক্ষার আগ মুহুর্তে এসে অতিরিক্ত নতুন সৃজনশীল প্রশ্ন সংযোজন করায় ফলাফল খারাপ হওয়ার সম্ভাবনা থাকায় তাদের এ কর্মসূচি। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে অংশ নেন, লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয়ের কলেজ ছাত্রলীগের আহবায়ক রাফসান জানি বাপ্পি, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রকি, রিয়াদ হোসেন রিফাত, জিয়াউল করিম নিশানসহ শতাধিক শিক্ষার্থী।
বিডি প্রতিদিন/ ৫ অক্টোবর ২০১৬/হিমেল