নোয়াখালীর সেনবাগের দেবীশিংপুর গ্রামে বুধবার ভোরে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় গৃহকর্তা শরীয়ত উল্যা মাঝি (৮০), সালাহ উদ্দিন (৫৫) সহ চার জন আহত হয়েছেন।
ক্ষতিগ্রস্থ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে একদল ডাকাত শরীয়ত উল্যা মাঝির বাড়ির গেইটের তালা ও দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে। পরে পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে মুখ হাত পা বেঁধে ফেলে। এ সময় আলমিরার চাবি দিতে দেরি হওয়ায় ডাকাতরা তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন, ডাকাতরা তাদরে নগদ টাকা স্বর্ণালংকারসহ প্রায় সাত লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
সেনবাগ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/৫ অক্টোবর, ২০১৬/ফারজানা