মৌলভীবাজার-সিলেট সড়কে বাসচাপায় নান্টু চন্দ্র শীল (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে
মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম। তিনি বলেন, বুধবার সকালে কনকপুর এলাকায় হবিগঞ্জ এক্সপ্রেস নামে একটি বাস পথচারী নান্টুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় স্থানীয়রা ধাওয়া করে বাসচালককে আটক করে পুলিশে সোপর্দ করেন।
বিডি প্রতিদিন/ ০৫ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম