মাদারীপুর সরকারি নাজিম উদ্দিন কলেজ সংসদের সাবেক সদস্য এবং ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা নিশাত মৃধার উপর হামলা প্রতিবাদে বুধবার ১১টার দিকে মানববন্ধ করেছে মাদারীপুর জেলা ছাত্রলীগ।
মানববন্ধনে মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক তার বক্তব্যে দ্রুত দোষিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন নাজিম উদ্দিন কলেজ সংসদের সাবেক জিএস জাহির মোল্লা, ছাত্রলীগ নেতা কাজী সুমন, রফিককুল ইসলাম মিলন প্রমুখ।
উল্লেখ্য, কয়েক দিন আগে ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা নিশাত মৃধার উপর সন্ত্রসীরা হামলার ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/ ৫ অক্টোবর ২০১৬/হিমেল