বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের সিরাজগঞ্জের নলকায় বাসচাপায় আলহাজ (৩২) নামের এক অটোরিক্সা চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় বাসটি রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কা লাগায় বাসের অনন্ত ৪ যাত্রী আহত হয়। নিহত আলহাজ কামারখন্দ উপজেলার চরদোগাছী গ্রামের জানবক্সের ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, নলকা এলাকায় আলহাজ অটোরিক্সাটি নিয়ে রাস্তা পার হবার সময় ঢাকা থেকে বগুড়াগামী নাবিল পরিবহনের বাসটি অটোরিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সা চালক আলহাজ মারা যায় এবং বাসের অন্তত ৪ যাত্রী আহত হয়।
সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার ও আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। ক্ষতিগ্রস্ত যানবাহন দুটি উদ্ধারের পর থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
বিডি প্রতিদিন/ ৫ অক্টোবর ২০১৬/হিমেল