পটুয়াখালীর কলাপাড়ায় আলমগীর শিকদার (৪২) নামের এক জেলের শরীর ঝলসে গেছে। বুধবার সকালে ইলিশ মাছ নিয়ে আড়তে যাওয়ার পথে বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
ঘটনাটি ঘটেছে উপজেলার লালুয়া ইউনিয়নের নাওয়াপাড়া গ্রামে। আহত জেলের বাড়ি ওই ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে।
কলাপাড়া হাসপাতালে চিকিৎসক ডা. জে.এইচ খান লেলীন বলেন, রোগীর শরীরের ডান পাশসহ, পেট এবং পা ঝলসে গেছে। এরকম রোগীদের প্রাথমিকভাবে কিছুটা ভালো মনে হলেও আস্তে আস্তে খারাপের দিকে চলে যায়। অবস্থা খারাপ হলে তাকে আমরা বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠাতে পারি।
বিডি প্রতিদিন/৫ অক্টোবর, ২০১৬/ফারজানা