ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ অভিযান ও মাছেন পোনা অবমুক্তকরণ-২০১৬ অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রোটার্যাক্ট ক্লাব এর উদ্যোগে এ বৃক্ষরোপণ অভিযান ও মাছের পোনা অবমুক্ত করা হয়।
বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির সামনে শান্তির প্রতীক জলপাই গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ অভিযান উদ্ধোধন করেন ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারী। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পুকুরে রুই মাছের পোনা অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রফেসর ড. রুহুল কে এম সালেহ, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ারুল হক স্বপন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. অশোক চক্রবর্তী, রোটার্যাক্ট ক্লাব ইবি শাখার সভাপতি নাজমুল হোসেন এবং সাধারণ সম্পাদক সালাউদ্দীন ভূইয়া প্রমূখ।
বিডি-প্রতিদিন/ ০৫ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন